পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফল্ল চন্দ্র রায়ের ১৬০তম জন্মবার্ষিকী পালিত

0
208

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফল্ল চন্দ্র রায়ের ১৬০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নিজস্ব বাসভবন রাড়ুলীতে তাঁর ম্যুরালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠণ পুস্পমাল্য অর্পন করেছেন। সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আবুল কালাম আজাদ, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ, আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট, ভূবনমোহিনী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষকরা পুস্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, রাড়ুলী সেন্ট্রল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ রুলু, আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউটের সভাপতি আকরামুল ইসলাম, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, হরেকৃষ্ণ দাশ, প্রভাষক ময়নুল ইসলাম, সহকারী শিক্ষক অনুপ কুমার দাশ, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি প্রমুখ।
উল্লেখ্য, বিজ্ঞানী পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট উপজেলার কপোতাক্ষ নদের তীরে রাড়ুলী গ্রামে রায় পরিবারে জন্মগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here