পাইকগাছায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামী আটক

0
338

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যু নিয়ে ধুয়াশা রয়েছে বলে এলাকাবাসী জানান।
পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের ৬নং ওয়ার্ডের মুজিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া বাবলু দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছে। বাবলু জানান, সোমবার সকালে ভাত রান্না করতে দেরি হওয়ায় বকাবকির কারণে আমার স্ত্রী শিউলী (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, দুপুর ১২টায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। সুরত হাল রিপোর্ট করার সময় তার গায়ে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে  হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি জানান। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে কাঠের ভাঙ্গা লাঠি উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here