পাসপোর্ট ও সরকারি চাকরি পেতে কাশ্মীরে এ কেমন নিয়ম

0
245

খবর৭১ঃ কাশ্মীরে সেনা-পুলিশ-নিরাপত্তা বাহিনীর ওপর যারা পাথর ছুড়বে তাদের পাসপোর্টে অনুমোদন এবং অন্যান্য সরকারি পরিষেবা দেওয়া হবে না। এমনকি সরকারি চাকরিও তারা পাবেন না।’

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাথর নিক্ষেপকারীদের শায়েস্তা করতে নতুন এ নির্দেশিকা জারি করেছে সিআইডি। সিআইডির এসএসপি, কাশ্মীর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে সব বিভাগকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

পাথর নিক্ষেপকারী এবং অন্যান্য অপরাধে যুক্ত কেউ যে রাজ্যের সুরক্ষা লঙ্ঘন করেছে তাদের পাসপোর্ট ভেরিফিকেশন করা হবে না।

স্থানীয় থানায় পুলিশের খাতায় রেকর্ড থাকলেই আর কোনো পরিষেবা পাওয়া যাবে না। সিসিটিভি ফুটেজ, ফটোগ্রাফ, ভিডিও এবং অডিও ক্লিপ, ড্রোন ছবির মতো ডিজিটাল প্রমাণ পেলেই এ ব্যবস্থা নেবে পুলিশ।

কয়েক বছর ধরেই জম্মু-কাশ্মীরের যুবকরা অভিযোগ করে আসছেন, সরকারি চাকরি পাওয়ার জন্য তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্সের নামে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন নিয়মের কারণে তারা যোগ্য প্রার্থী হয়েও চাকরি পাচ্ছেন না। নতুন জারি করা নির্দেশনায় তাদের সমস্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

জম্মু-কাশ্মীরে সরকারি চাকরির ক্ষেত্রে আগে থেকেই একাধিক বিধিনিষেধের ঘেরাটোপ ছিল। এবার থেকে আরও কঠোর হলো নিয়ম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here