মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :
নীলফামারীর সৈয়দপুরে মাত্র ৫’শ টাকাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে শেরু (২৫) নামে অপর মাদক ব্যবসায়ীর পেটের ভুড়ি বের হয়েছে। বর্তমানে গুরুতর আহত শেরু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত রবিবার গভীররাতে শহরের গোলাহাট কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আহত শেরু গোলাহাট কবরস্থান রোড এলাকার বাসিন্দা গোলাহাট কবরস্থানের খাদেম মৃত খোদা উদ্দীনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ আজ সকালে গোলাহাট এলাকা থেকে লাবু (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটক লাবু গোলাহাট রেলওয়ে কলোনী এলাকার নুর আলমের ছেলে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ ও পারিবারিক সূত্র জানায় , ঘটনার দিন রাতে মাদক ব্যবসায়ী শেরুকে তাঁর বাড়ি থেকে কয়েকজন যুবক ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই বাড়ির পাশে রেললাইন এলাকা থেকে বাঁচাও বাঁচাও বলে শেরুর চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসি সেখানে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তাঁরা শেরুর পেট কাটা দেখতে পান । সাথে সাথে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। জানতে চাইলে সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন গ্রেফতার হওয়া লাবু ও আহত শেরু দুজনেই মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে মাত্র ৫’শত টাকা পাওনাকে কেন্দ্র করে মনোমালিন্য হয়। এক পর্যায়ে শেরুকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়।
এ ব্যাপারে শেরুর বড় ভাই নুর মোহাম্মদ ৪ জনকে আসামি করে আজ সোমবার সকালে সৈয়দপুর থানায় একটি মামলা করেছে। এ মামলায় আসামি লাবু (২২) নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান।