করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়াতে রিট

0
352

খবর৭১ঃ বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন হাজারো মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীদের জন্য শয্যা বাড়াতে একটি রিট আবেদন করা হয়েছে।

রবিবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে রিট আবেদনটি করা হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি করা হবে বলে জানা গেছে।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবীরা জানান, সরকারি-বেসরকারি সব হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়ানো, যারা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেনি তাদেরকে বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে।

নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক জেলায় করোনা হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেনসহ হাই ফ্লো ক্যানুলা সরবরাহ করা, করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং করোনা আক্রান্ত গর্ভবতী নারীদের বিশেষ তত্ত্বাবধান এবং তাদের জন্য হাসপাতালে আলাদা স্থান নির্ধারণ করে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here