রেদোয়ান হোসেন জনি, মিরসরাই প্রতিনিধিঃ-
রক্ত দিন, জীবন বাঁচান! সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে এ স্লোগানে মানবতার কল্যাণে এগিয়ে আসুন… শুধু বিপদে বন্ধুর পরিচয় নয়, শত্রুর বিপদেও রক্ত দিতে প্রস্তুুত থাকা মানবতার আরেক পরিচয়। তেমনই একটা উদাহরণ দিয়েছেন মিরসরাইয়ের রক্ত যোদ্ধা আনিসুল হক (শিমুল)।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলার বারইয়াহাট পৌরসভার মেডিক্যাল সেন্টারে একজন ইমার্জেন্সি ডেলিভারি রোগীকে “এ পজিটিভ” রক্ত দিয়েছেন। এটা তার ২৪ তম রক্তদান।
রক্তযোদ্ধা আনিসুল হক শিমুল উপজেলার করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের কাদির মুহাদার বাড়ির একরামুল হকের পুত্র। এছাড়াও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পশ্চিম জোয়ার ক্রিড়া সংস্থা, বারইয়াহাট ব্লাড ব্যাংক ও সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের সদস্য এবং জোরারগঞ্জ বাজারে অবস্থিত মীম ফ্যাশনের স্বত্বাধিকারী।
এবিষয়ে জানতে চাইলে আনিসুল হক শিমুল বলেন, অবশেষে মানবতার টানে ২৪তম রক্ত দান করি। ২০০৮ সাল থেকে ব্লাড দিয়ে আসছি। এটা সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও মনের তৃপ্তি।
সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং ব্লাড ডোনেট সংগ্রহ ও রক্ত দানের এ মানবিক কাজের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।