১ পয়েন্টর জন্য অলিম্পিক থেকে বিদায় নিলেন রোমান

0
301

খবর ৭১: টোকিও অলিম্পিক স্বপ্ন শেষ রোমান সানার। শেষ ১৬ তে ওঠার লড়াইয়ে মাত্র ১ পয়েন্টর জন্য বিদায় নিলেন। রোমানের বিদায়ের সাথে বাংলাদেশের অলিম্পিক স্বপ্নও শেষ হলো প্রায়। তবে রোমান যা করেছেন সেটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস। অলিম্পিকে বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ নক আউট পর্বে জিততে পারেননি। রোমান সেটি করে দেখিয়েছেন।

এলিমিনেশন রাউন্ডেই একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলে এসেছিলেন রোমান। কানাডিয়ান আরচার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে রোমানের লড়াইটা হয়েছে আরও হাড্ডাহাড্ডি। এক সেট রোমান, তো আরেক সেট কানাডিয়ান। প্রথম চার সেটের দুই জন দুটি করে জেতায় শেষ সেটটি হয় ফাইনাল। সেই শেষ সেটের প্রথম দুই তীরে দুই জনেই করেন ১৭। কানাডিয়ান আরচ্যার তৃতীয় তীর নয় মারেন। রোমান দশ মারলে জিততেন নয় মারলে টাইব্রেকার হতো। রোমান মারলেন আট। এক পয়েন্টের আক্ষেপ বাংলাদেশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here