খবর ৭১: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় উখিয়া ক্যাম্পে পাহাড় ধসে ও পানিতে ডুবে শিশুসহ ৬ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এ এ দুর্ঘটনা ঘটে। মৃতদের সবাই রোহিঙ্গা নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোহিঙ্গা ক্যাম্পের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, টানা বৃষ্টিপাতের কারণে বালুখালী আশ্রয় শিবিরে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশ শিশু। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান সামছুদ্দৌজা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারে পাহাড় ধস রোধে নেই টেকসই কোনো ব্যবস্থাপনা বা পরিকল্পনা। ফলে প্রতিবছরই পাহাড় ধস বা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। বর্ষা এলে এই আতঙ্ক বেড়ে যায়।
কক্সবাজার বন বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মোট বনভূমির পরিমাণ ৭৩ হাজার ৩৫৮ হেক্টর। এরমধ্যে অবৈধ দখলে রয়েছে ৯ হাজার ৬৫৭ হেক্টর বনভূমি। পাহাড়ি জমিতেই বসবাস করছে ১৩ হাজার ৮২৬টি পরিবারের তিন লাখ মানুষ। তারা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে।