মিরসরাইয়ে বিষপানে যুবকের আত্মহত্যা

0
217

রেদোয়ান হোসেন জনি, মিরসরাইঃ

মিরসরাইয়ের হিঙ্গুলীতে বিষপানে সাইদুল ইসলাম (১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।নিহত সাইদুল হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর ইসলাম পুর গ্রামের চুট্টু মিস্ত্রির বাড়ির আবুল হোসেন (সরকার) এর পুত্র এবং তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেম ঘটিত বিষয় ও পারিবারিক কলহের জেরে সাইদুল বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিষপান করে। পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে সাতটার দিকে মৃত্যুবরণ করেনিহত সাইদুল মেরিন শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানান স্থানীয়রা।মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এবিষয়ে জানতে চাইলে হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন আত্মহত্যার ঘটনার সত্যতা স্বীকার করেন।

এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন উক্ত ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here