রাজশাহীতে করোনা কেড়ে নিল আরও ১৪ জনের প্রাণ

0
250

খবর৭১ঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর আট, পাবনার তিন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও চুয়াডাঙ্গার একজন করে রোগী ছিলেন।

চলতি মাসের ২৫ দিনে ৪২৬ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১৬ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here