সৈয়দপুর প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আরিফ হোসেন নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে শহরের নিচু কলোনী ভাঙ্গা কোয়ার্টার এলাকায় ঘটনাা ঘটে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি ইউডি মামলা হয়েছে। থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের নিচুকলোনী ভাঙ্গা কোয়ার্টার এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী মো. ময়নুল ইসলাম বাবুর ছোট পুত্র আরিফ হোসেন (২০) শহরের পাটোয়ারীপাড়াস্থ মকবুল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করে। গতকাল শুক্রবার কলেজ ছাত্র আরিফ স্থানীয় একটি সেলুনে গিয়ে নিজের তার মাথার চুল কাটান। এরপর সে বাসায় ফিরে এলে চুল কাটার আকার আকৃতি দেখে তার পিতা মনোক্ষুন্ন হন এবং পুত্রের ওপর রাগারাগি করেন। পরে আরিফকে তার বাবা আবারও ভালভাবে চুল কাটার জন্য সেলুনে পাঠান। এ অবস্থায় আরিফ সেলুন থেকে ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে বাসার নিজের রুমে ঘুমিয়ে পড়ে। আজ শনিবার সকালে আরিফকে ঘুম থেকে উঠতে না দেখে তার মা ডাকতে যান। এ সময় তিনি ছেলেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখতে পান। এ সময় তিনি আর্তচিৎকার করলে তার বাবা ও আশেপাশের লোকজন ছুঁটে এসে গলায় ফাঁস লাগানো রশি কেটে তাকে নিচে নামায়। খবর পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খানের উপস্থিতিতে উপ-পরিদর্শক পলাশ চন্দ্র বর্মা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, লাশের শরীরে কোথাও কোন রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কলেজ ছাত্র আরিফ তার বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।