রাজারহাটে ভ্রাম্যমান আদালতে ২৬টি মামলায় ১০,৮৫০ টাকা জরিমানা

0
258

এ.এস.লিমন,রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে ঈদের পর লকডাউনের প্রথমদিনে মাঠে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ২৩ জুলাই শুক্রবার রাজারহাট বাজার, নাজিমখান বাজার, বৈদ্যের বাজারসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম অভিযান পরিচালনা করে ২৬টি মামলায় ১০৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার ওসি মো: রাজু সরকার, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম বলেন, আমরা জনসাধারণকে সচেতনতা করার লক্ষ্যে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আগামীকাল থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা আরো কঠোর হতে বাধ্য হব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here