খবর৭১ঃ কোপা আমেরিকা ও ইউরো -২০২০ শেষে ছুটি চলছে ফুটবলপাড়ায়। ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়নি এখনো। লা লিগা, বুন্দেসলিগা ,সেরিআ কোনো ক্লাব ফুটবলই হচ্ছে না আপাতত। বেশিরভাগ তারকারাই অবসরে।
অন্য সবার মতোই অবসরে নেইমারও। যদিও কোপা আমেরিকার শিরোপার কাছাকাছি গিয়ে সেটা না ছোঁয়ার কষ্ট বয়ে বেড়াচ্ছেন অবসর সময়ে।
আর সেই কষ্ট ভুলতেই হয়ত নিজের শখ পূরণে মনোযোগী হয়েছেন। এক কথায় কোপার দুঃখ ভুলতে একেবারে নতুন এক হেলিকপ্টার কিনে ফেলেছেন নেইমার। যার মূল্য ১০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মূদ্রায় ১১৭ কোটি টাকা!
এতো দাম হওয়াই স্বাভাবিক। এটি বিখ্যাত মার্সিডিজ ব্রান্ডের। মডেল -১৪৫। বাজারে নতুন এসেছে এটি।
হেলিকপ্টার কেনার খবরটি ভক্ত-অনুরাগীদের জানাতে ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন নেইমার।
যেখানে দেখা গেছে হুডি পরে নিজের বাগানের প্রাচীরে বসে নেইমার। পেছনে কালো চকচকে নতুন হেলিকপ্টারটি। হেলিকপ্টারের গায়ে তার নাম বড় করে লেখা।
নিজের বাগানবাড়িতে নতুন কেনা হেলিকপ্টারের সঙ্গে নেইমার
নিজের বাগানবাড়িতে নতুন কেনা হেলিকপ্টারের সঙ্গে নেইমার
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও থেকে ৬০ মাইল দূরে উপকূলের কাছে বিলাসবহুল বাড়ি নেইমারের। এখন থেকে এই হেলিকপ্টারে উড়েই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।