দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে যারা

0
204

খবর৭১ঃ
একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে হারানোর পর ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের হোয়াটওয়াশ করল বাংলাদেশ।

এবার মিশন টি-টোয়েন্টি সিরিজ। সেই লক্ষ্যে আজই সিরিজ নিশ্চিত করতে চায় মাহমুদউল্লাহ বাহিনী।

১-০ তে এগিয়ে থেকে মাঠে নামছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য এবারও গেছে জিম্বাবুয়ের পক্ষে।

গত ম্যাচের মতো আজও টসে জিতে বাটিং নিলেন সিকান্দার রাজা।

মাঠের নামার আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। আজ একাদশে নেই ওয়ানডেতে সেঞ্চুরিয়ান ওপেনার লিটন দাস।

বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন লিটন দাস। সে চোটের কারণে ঝুঁকি নিতে চান না নির্বাচকরা।

তাই এ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। লিটন দাস না খেলায় প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শামিম পাটওয়ারি।

হাঁটুর ইনজুরির কারণে দেশে ফিরেছেন তামিম ইকবাল। বাবা মায়ের পাশে থাকতে মুশফিকও ফিরেছেন দেশে।

আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকছেন না লিটন দাসও। অর্থাৎ মাহমুদউল্লাহ রিয়াদের তিন ব্যাটিং স্তম্ভই নেই আজ।

অবশ্য গত ম্যাচ বেশ ভালো সামলেছেন নাইম শেখ ও সৌম্য সরকাররা। লিটনের মতো বিশ্রাম দেওয়া হচ্ছে মোস্তাফিজুর রহমানকেও। আজ নামছেন তাসকিন আহমেদ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলের একাদশ-

বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে: রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, মিল্টন শুম্বা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও তেন্ডাই চাতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here