খবর৭১ঃ আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তারা ১০০ জন মা ও শিশুকে উদ্ধার করেছে। গত ৮ জুন জামফারা রাজ্য থেকে তাদের অপহরণ করেছিল দস্যুরা। ওই দুর্ঘটনায় ৪ জন মারাও গিয়েছিল। সূত্র, বিবিসি।
জামফারা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই অপহৃতদের উদ্ধার করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু কর্তৃপক্ষ বলেনি। উদ্ধারকৃতদের এখন চিকিৎসাসেবা দেয়া হবে। তারপর প্রক্রিয়া মেনে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।
নাইজেরিয়ার এই অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে। গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ১০০০ জনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়। তাদের বেশিরভাগকেই মুক্ত করা হয়েছে। তবে অভিযোগ আছে যে, মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের অনেককে উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে হত্যা করা হয়েছে।
২০১৪ সালে বোর্নো রাজ্যের চিবক মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুরহানি দেশটির সেনাবাহিনীকে অপরাধীদের শাস্তির আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন।