খবর৭১ঃ দ্রুত সময়ের মধ্যে কুরবানির বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। একইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উদযাপনের অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান। বায়তুল মোকাররম মসজিদে তিনি ঈদের জামাতে অংশ নেন।
তাপস বলেন, ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঢাকাবাসীর কাছে নিবেদন আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে, স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উদযাপন করুন। একই সঙ্গে কুরবানির বর্জ্য আমাদের নির্ধারিত স্থান ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের হাতে দিন, যেন আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে পারি।
পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে কাজ করবেন বলে জানান মেয়র।