দুই জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু

0
240

খবর৭১ঃ নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে এক মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া জয়পুরহাটে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার দুপুর ২টার দিকে ভারি বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়। তারা হলেন, উপজেলার চকউমর গ্রামের আছির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬২), জগদল এলাকার হেলালহোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (১৩) ও আলতাদিঘী এলাকার খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩০)।

এলাকাবাসী জানায়, দুপুরে ধামইরহাট ইউনিয়নের জগদল এলাকায় বৃষ্টি নামে মেয়েটি গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে মারা যান। একই ইউনিয়নের আলতাদিঘী এলাকার রাসেল মাহমুদ ও চকউমর এলাকার আব্দুর রশিদ বৃষ্টির সময় বাড়িরপাশে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

অন্যদিকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জয়পুরহাটে আসাদুল হক বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পাঁচবিবি উপজেলার কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কৃষক আসাদুল হক বাবু পাঁচবিবি উপজেলার কল্যাণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here