এবার ওয়েব ফিল্মে টিকটক অপু

0
255

খবর৭১ঃ
অপু ভাই বা টিকটক অপু। এই নামেই তার ব্যাপক পরিচিতি। ইয়াসিন আরাফাত অপু ওরফে অপু ভাইয়ের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। সেখান থেকে লাইকি অ্যাপের মাধ্যমে দেশজুড়ে একটি প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে দারুণ জনপ্রিয়তা পান।

লাইকি এবং টিকটকে ফলোয়ারের মাইলফলক গড়া আলোচিত নাম অপু ভাই। একের পর এক মারামারির ঘটনায় বিতর্কিত হয়ে পড়েছিলেন তিনি। জেল পর্যন্ত খাটতে হয়েছিল। বেরিয়ে এসে ইউটিউবে নিয়মিত হন।

এবার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন সেই অপু ভাই। তুমুল সমালোচিত এই সোশ্যাল মিডিয়ার সেলিব্রেটিকে দেশের শীর্ষ নির্মাতা আদনান আল রাজীবের ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

ওই ওয়েব ফিল্মটির নাম ‘ইউটিউমার’। ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফরমে এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেখানে প্রীতম হাসান, জিয়াউল হক পলাশশের সঙ্গে অপু ভাইকেও দেখা গেছে।

ফিল্মে অপুর চরিত্রটি চমক হিসেবে রাখতে চান নির্মাতা আদনান আল রাজীব। ‘ইউটিউমার’- এ আরও দেখা যাবে শরাফ আহমেদ জীবন, তৌহিদ আফ্রিদি, তাহসিনেশনসহ অনেককেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here