আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

0
274

খবর৭১ঃ প্রথম ওয়ানডের শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। লিটন দাস সেঞ্চুরি করে সেই ধাক্কা সামাল দিলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তামিম ইকবালদের। বড় সংগ্রহের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে সাকিব আল হাসানের পাঁচ উইকেটে অনায়াসে জয় তুলে নেয় সফরকারীরা। টেস্টের পর প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে শক্ত অবস্থানেই আছেন তামিমরা। একদিনের বিরতির পর হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করতে চায়। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে। তবে সিরিজ নিশ্চিতের চেয়েও এখন প্রতিটি ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ দলের কাছে। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় তিন ম্যাচেই জয় চাই বাংলাদেশের।

প্রথম ম্যাচে ১৫৫ রানের জয়টি দেশের বাইরে ওয়ানডেতে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় বাংলাদেশের। এর আগে ২০১৮ সালে এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ১৩৭ রানের জয়টাই ছিল সর্বোচ্চ। অতীতে জিম্বাবুয়ের মাটিতে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে। এবার ভিন্ন বাংলাদেশের দেখা মিলেছে। টেস্টের পর ওয়ানডেতেও দাপটের সঙ্গে জিতেছে দল। ছন্দে থাকলে সফরের বাকি ম্যাচগুলোয়ও স্বাভাবিকভাবেই জয়ের দাবি রাখে বাংলাদেশ। জিম্বাবুয়ের কন্ডিশনে এই সময়ে কিছুটা সুবিধা পান স্পিনাররা। সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগাচ্ছেন সাকিব-মিরাজরা। চোট পাওয়া মোস্তাফিজের আজও খেলার সম্ভাবনা ক্ষীণ। একাদশে পরিবর্তনের সম্ভাবনাও কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here