সৈয়দপুরে করোনায় একজনের মৃত্যু,২৪ ঘন্টায় ১৯ জনের করোনা শনাক্ত,

0
323

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
সৈয়দপুরে করোনা সংক্রমণ দিন দিন উর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘন্টায় সৈয়দপুরে আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে আজ বৃহস্পতিবার সকালে শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মজিদ (৫৮) নামে একজন রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রেপিড এন্টিজেন টেস্ট পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এনিয়ে সৈয়দপুরে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৭ জনে। এদিকে গতকাল বুধবার করোনা সন্দেহে সৈয়দপুরে ৬৭ জনের রেপিড এন্টিজেন টেস্ট পরীক্ষা করা হয়। এতে ১৮ জন ও রংপুর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও একজনসহ ১৯ জনের করোনা শনাক্ত হয়। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত সোমবার ৬২ জনের রেপিড এন্টিজেন পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ হয়। এরমধ্যে গত মঙ্গলবার আশিক বদর নামে এক ওষুধ ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এদিকে আজ পর্যন্ত সৈয়দপুরে ৪৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৯০ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১২১ জন এবং ১০০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এ যাবৎ করোনায় মোট মৃত্যু হয়েছে ১৭ জনের। হোম কোয়ারেন্টিনে আছেন ৬১৯ জন। এ পর্যন্ত স্যাম্পল গ্রহণ করা হয়েছে এক হাজার ৭৭২ জনের। রিপোর্ট এসেছে এক হাজার ৬৭১ জনের। পেন্ডিং রয়েছে ১০১ জনের। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চলমান লকডাউনের বিধিনিষেধের মধ্যেও মানুষ স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ উর্ধ্বমুখী হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here