আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে লিটন মিয়া (২৮) ও আমিনুল ইসলাম (২৭) নামে ২ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ীদ্বয়কে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এতে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারে গাঁজা বেঁচা-কেনার সময় লিটন মিয়া ও আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত লিটন মিয়া উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামের মোজাহার আলীর ছেলে ও আমিনুল ইসলাম একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অসি-তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদ্বয়কে আদালতে পাঠানো হয়েছে।