কোরবানি ঈদ কবে, সিদ্ধান্ত আসছে

0
369

খবর৭১ঃ দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে- তা জানাতে রোববার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে বলেন, জিলহজ মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

শায়লা শারমীন জানান, কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্ব এই বৈঠক অনুষ্ঠিত হবে।

যদি রোববার চাঁদ দেখা যায়, তাহলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।ফলে আগামী ২১ জুলাই (১০ জিলহজ) দেশে কোরবানি ঈদ উদযাপিত হবে।আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে।সেক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ঈদ হবে ২২ জুলাই।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইফা।একইসঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকেও জানানো যাবে বলেও জানায় ইফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here