খবর৭১ঃ করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধে ঝালকাঠির সবক’টি উপজেলায় কর্মহীন হওয়া অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় ১০ জুন শনিবার দুপুর ১ টায় ঝালকাঠি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়। ঝালকাঠি পৌর এলাকার শহীদমিনার সড়ক, কাঠপট্টি, ষ্টেশন রোড, পালবাড়ি, পশ্চিম চাঁদকাঠি, কৃষ্ণকাঠি এলাকার প্রায় অর্ধশতাধিক কর্মহীন অসহায় পরিবার সেনাবাহিনীর দেয়া খাদ্য সামগ্রী পেয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালীয়নের অধিনায়ক লে: কর্ণেল তাসফিকুর রহমান বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের হাতে চাল, ডাল, তেল, চিনি, আটা তুলে দেন।
সেনাবাহিনীর উচ্চ পদস্থ্ এই কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়দের জন্য এই মানবিক সহায়তা চলমান থাকবে।