মিজানুর রহমান মিলন
সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে মতিয়ার রহমান (৮০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কোভিড -১৯ আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি ছিলেন। এনিয়ে সৈয়দপুরে করোনা আক্রান্ত হয়ে হয়ে মৃতের সংখ্যা দাড়ালো১৫ জনে।
জানা যায়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙ্গা এলাকার বাসিন্দা মতিয়ার রহমান কয়েকদিন আগে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ার নিমবাগান এলাকায় তার পুত্রের বাসায় বেড়াতে আসেন। এরপর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গত ৬ জুলাই তাঁকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৭ জুলাই সৈয়দপুর হাসপাতালে রেপিড এন্টিজেন টেস্ট পরীক্ষা করা হলে ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে। এরপরেই করোনার চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ওমেদুল হাসান সরকার জানান,
বর্তমানে এখানে ১০ জন করোনা রোগি চিকিৎসা নিচ্ছেন।