খবর৭১ঃ সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করা গেলেও লকডাউনে টিকা নিতে আসতে দুর্ভোগে পড়ছেন অনেক প্রবাসী। রাজধানীর ৭ কেন্দ্রে চলমান টিকা গ্রহণের পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়াও চলমান রয়েছে বিএমইটিসহ প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের বিভিন্ন কেন্দ্রে। তবে এক ডোজ নেয়ার পর টিকা শেষ হওয়ার মত বিড়ম্বনা এড়াতে সরকারের প্রাক প্রস্তুতিরও দাবী জানান প্রবাসীরা। রাজধানীর ৭টি হাসপাতালে প্রবাসীদের টিকা দেয়ার বুথগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে চলছে সৌদি আরব ও কুয়েত প্রবাসীদের টিকা প্রদান।
এক ডোজ নেয়ার পর টিকা শেষ হয়ে গেছে, এমন বিড়ম্ববনায় যেন না পড়তে হয় এজন্য সরকারের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসীরা।
ভোগান্তি ছাড়া নিবন্ধন করা গেলেও লকডাউনের কারনে দুর্ভোগে পড়ছেন অনেক প্রবাসী। প্রতিদিন সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল ৩ পর্যন্ত চলছে এই টিকা প্রদান কার্যক্রম।