বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের ‘বাজি’

0
402

খবর৭১ঃ টলিউডের জনপ্রিয় দুই তারকা জিৎ ও মিমি চত্রবর্তী অভিনীত ‘বাজি’ ছবিটি মুক্তি পেতে চলেছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। কলকাতা থেকে ছবিটি আমদানি করছে তিতাস কথাচিত্র। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে আসছে।

ইতোমধ্যে বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘বাজি’। তিতাস কথাচিত্র জানিয়েছে, ‘পশ্চিমবঙ্গে মুক্তির তারিখের সঙ্গে মিলিয়ে একইদিনে ছবিটি বাংলাদেশে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে দেশের করোনাভাইরাস পরিস্থিতিও তারা বিবেচনায় রাখছেন।

‘বাজি’ নির্মিত হয়েছে নায়ক জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কসের প্রযোজনায়। ছবিটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। তেলেগু চলচ্চিত্র ‘নানাকু পেমাথ’-এর অফিসিয়াল রিমেক এটি। ওই ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর ও রাকুলপ্রিত সিং।

এদিকে, সাফটা চুক্তির আওতায় জিৎ-মিমির ‘বাজি’র বিপরীতে কলকাতায় মুক্তি পাবে বাংলাদেশি সিনেমা ‘রাত্রির যাত্রী’। এটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান হাবিব। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও আনিসুর রহমান মিলন।

এর আগে ‘রাত্রির যাত্রী’ ছবিটি ২০১৯ সালে ভালোবাসা দিবসের দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here