বাণিজ্য প্রসারে সহযোগিতার আশ্বাস বাহরাইনের বাণিজ্য ও পর্যটনমন্ত্রীর

0
262
বাহরাইনে বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্য ও পর্যটনমন্ত্রীর সাক্ষাৎ

খবর৭১ বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোঃ নজরুল ইসলাম বাহরাইনের শিল্প, বাণিজ্য ও পর্যটনমন্ত্রী শেখ জায়েদ রাশিদ আল জায়ানীর সঙ্গে গত রোববার (৪ জুলাই) সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রদূত করোনা মহামারীর দুর্যোগ মোকাবেলায় বাহরাইন সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের ‘ভিশন ২০৪১’ ও বাহরাইনের ‘ইকোনমিক ভিশন ২০৩০’ এর মধ্যে লক্ষ্য ও লক্ষ্যমাত্রার অনেক সামঞ্জস্যের কারণে করোনা পরবর্তী পরিস্থিতিতে দুই দেশ একত্রে একই লক্ষ্যে কাজ করতে পারে।

তিনি বাংলাদেশ ও বাহারাইনের মধ্যে বাণিজ্য প্রসারের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা সম্পর্কে আলোচনা করে বলেন, দু’দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণকে বহুগুণে বৃদ্ধি করানো সম্ভব।

রাষ্ট্রদূত ড. মোঃ নজরুল ইসলাম বাহরাইনে বাংলাদেশের ফার্মাসিটিক্যালস কোম্পানি স্থাপন, গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন, সৌর বিদ্যুতের প্লান্ট, জাহাজ নির্মাণ শিল্পে যৌথ উদ্যোগসহ, কৃষি ও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সহযোগিতা ও দ্বিপাক্ষিক বিভিন্ন সহযোগিতার বিষয়ে বিস্তর আলোচনা করেন।

এসময় রাষ্ট্রদূতকে সম্পর্ক উন্নয়নে ও জোরদারকরণে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here