পঞ্চম দিনে ঢাকায় গ্রেপ্তার ৪১৩, জরিমানা ২৪৩ জনকে

0
223

খবর৭১ঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিনে এসে যেন পুরোনো রূপে ফিরছে রাজধানী ঢাকা। গত চার দিনের তুলনায় সড়কে বেড়েছে মানুষের চলাচল ও গাড়ির সংখ্যা। তবে পঞ্চম দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। সড়কে গাড়ি বাড়ায় বেড়েছে তাদের জরিমানার পরিমাণ।

পঞ্চম দিনে বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসায় ৪১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর ২৪৩ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় এক লাখ টাকা।

সোমবার বিকাল ৬টার দিকে এসব তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

এডিসি জানান, সরকারঘোষিত বিধিনিষেধের মধ্যেও নিষেধাজ্ঞা অমান্য বাড়ির বাইরে আসায় ৪১৩ জনকে গ্রেপ্তার ও ২৪৩ জনের কাছ থেকে ৯৮ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বিধিনিষেধ অমান্য করে সড়কে বের হওয়ায় ৫২৬টি গাড়িকে জরিমানা করা হয়েছে। জরিমানা হিসেবে তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা।

সড়কে গাড়ি নিয়ে বের হওয়ায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে ৪৯৬টি গাড়িকে মামলা দেয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬১৮ জনকে। জরিমানা করা হয়েছে ১৬১ জনকে। তাদের কাছ থেকে নগদ ৫৪ হাজার ৪৫০ টাকা আদায় করা হয়েছে।

দেশে করোনা মহামারির সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন। পঞ্চম দিনে এসে তা আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। তবে দিন যত যাচ্ছে রাস্তায় মানুষের আনাগোনা তত বাড়ছে। সেই সঙ্গে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here