খবর৭১ঃ আবারও দেশজুড়ে গণটিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। মডার্না ও সিনোফার্মের টিকা দিয়ে এ কার্যক্রম শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর।এ জন্য আগামী আগামী বৃহস্পতিবার থেকে নিবন্ধন শুরু হবে।এবারের টিকাদান কর্মসূচিতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি।
সোমবার কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, রোববার আমাদের মিটিং হয়েছে। সিদ্ধান্তগুলো তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে জানাচ্ছি। খুব শিগগিরই টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু হলে নিবন্ধন করে টিকা নেওয়া যাবে।
তিনি আরও বলেন, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়, আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।