আব্দুল আওয়াল, মদন থেকেঃ নেত্রকোনার মদনে সরকার নিষিদ্ধ ৩৭০ কেজি (৮ বস্তা) পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত । এ সময় অবৈধ পলিথিন পরিবহনের দায়ে নৌকার মাঝি ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নইন্দা গ্রামের বাবর আলী মাঝির ছেলে নবী হোসেন কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে উপজেলার ফতেপুর হাটশিরা বাজার নৌঘাটে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি উম্মে সালমা। নৌকার মাঝি নবী হোসেন জানান, দেওয়ান বাজারের ব্যবসায়ী প্রদীপের ৫ বস্তা ও পিয়াসের ৩ বস্তা পলিথিন ভৈরব থেকে দেওয়ান বাজারে পৌছে দেয়ার জন্য নৌকায় রেখে যায়। নৌকাটি সোমবার সকালে হাটশিরা বাজারে পৌঁছলে পুলিশ এসে ৮ বস্তা পলিথিন আটক করে। পরে ভ্রাম্যমান আদালত আমাকে ৩ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা জানান, ভৈরবের মালবাহী নৌকা থেকে অবৈধ পলিথিন ৩৭০ কেজি (৮বস্তা) জব্দ করেছি এবং পরিবহনের দায়ে নৌকার মাঝিকে ৩ হাজার টাকা জরিমানা করেছি। জব্দকৃত পলিথিন অচিরেই পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।