ঠাকুরগাঁওয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা

0
695

একদিনে আক্রান্ত ১৩২ : নতুন ৭ জনসহ মোট মৃত্যু ৯৪ জন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। গতকাল রোববার পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নতুন ৭ জনের মৃত্যুসহ মোট ৯৪ জন আক্রান্ত রোগী মারা যান। সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তি ও তাদের স্বংস্পর্শে আসা আত্মীয় স্বজনদের বাহিরে গিয়ে ঔষুধসহ বিভিন্ন পন্যসামগ্রী কিনতে দেখা যায়। এতে করে করোনা ছড়িয়ে পড়ার আশংকা বাড়ছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গতকাল রোববার পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট), সদর হাসপাতালের সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) এবং উপজেলা হাসপাতালের এন্টিজেন টেস্ট এর প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে ২৮৬ টি নমুনা পরীক্ষা করে ১৩২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে সদর উপজেলায় ৪৭, রানীশংকৈল উপজেলায় ৪০, পীরগঞ্জ উপজেলায় ২১ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫ জন এবং হরিপুর উপজেলায় ৯ জনের করোনা শনাক্ত হয়। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২৬১ জন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন মৃত ব্যক্তির মধ্যে সদর উপজেলায় ৪ জন, রানীশংকৈল উপজেলার ১জন, পীরগঞ্জ উপজেলায় ১ জন ও বালিয়াডাঙ্গী উপজেলার ১ জন ব্যক্তি রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here