৮৫ আরোহী নিয়ে ফিলিপিন্সে বিমান বিধ্বস্ত

0
312

খবর৭১ঃ ফিলিপিন্সে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ৮৫ আরোহী ছিলেন। রোববার (৪ জুলাই) দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।
সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা জানিয়েছেন, সি-১৩০ মডেলের ওই বিমানটিতে আগুন ধরে গেছে। তাৎক্ষণিকভাবে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছে। আমরা হতাহতদের জন্য দোয়া প্রার্থনা করছি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরোহীরা সবাই মিলিটারি প্রশিক্ষণ শেষ করেছেন। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল।
দক্ষিণ ফিলিপিন্স সামরিক বাহিনীর প্রচুর উপস্থিতি রয়েছে। সেখানে অপহরণ, অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় জঙ্গিগোষ্ঠীগুলো থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here