মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
কঠোর লকডাউন চলাকালে সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা, প্রয়োজন ছাড়া অযথা ঘোরাফেরা এবং মুখে মাস্ক না থাকায় ২৫ জনের ৩৪ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক মো. রমিজ আলম আজ শুক্রবার ও গতকাল বৃহহস্পতিবার সৈয়দপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওইসব ব্যক্তিদের অর্থদন্ড করেন।
আদালতের সুত্র জানায় আজ সকালে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখাসহ মুখে মাস্ক না থাকায় ৬ জনের ১৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করেন। এরআগে গতকাল বৃহস্পতিবার একই অপরাধে ১৯ জনের ১৬ হাজার ২০০ টাকা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য না করার জন্য সকলকে সতর্ক করা হয়। অভিযান চলাকালে থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।