সৈয়দপুরে এক সপ্তাহে ৩১ জনের করোনা শনাক্ত

0
338

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
সৈয়দপুরে সরকারি নির্দেশনাকে অবহেলা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। পারিবারিক ও সামাজিকভাবে অসচেতনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সচেতন মহল মনে করেন। এই ভাইরাস নিয়ন্ত্রণে রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সচেতনতামূলক মাইক প্রচার ও পরামর্শ দিলেও তা আমলে নিচ্ছে না কেউ।

গতকাল বৃহস্পতিবারও সৈয়দপুরে একদিনে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে গত ৬ দিনে আক্রান্ত হয়েছেন ৩১ জন। এ নিয়ে সৈয়দপুর উপজেলায় গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১২ জনে। এদের মধ্যে করোনায় ১৪ জন ও উপসর্গে ১ জনসহ মারা গেছেন ১৫ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র থেকে এসব তথ্য মিলেছে। সূত্রটি জানায়, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২৫৫ জন। চিকিৎসাধীন ৪৩ জনের মধ্যে ৩৮ জন হোম আইসোলেশনে এবং ৫ জন উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া হোম কোয়ারিন্টেনে রয়েছেন ২৪০ জন নারী-পুরুষ। এদিকে এক পরিসংখ্যানে দেখা গেছেএ উপজেলায় গত বৃহস্পতিবার পর্যন্ত করোনা নমুনা পরীক্ষার জন্য ১ হাজার ৪৮৯ জনের স্যাম্পল নেয়া হয়েছে। এদের মধ্যে রিপোর্ট এসেছে ১ হাজার ৪৩২ জনের। পেন্ডিং রয়েছে ৫৭ জনের। এদিকে সচেতন মহলের সূত্র জানায়, মানুষজন স্বাস্থ্যবিধি না মানায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এটি যে কোন সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here