মিজানুর রহমান মিলন
সৈয়দপুর :
সৈয়দপুর শহরের বস্তি এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে আজ বুধবার। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম
(ইউডিপি) প্রকল্পের আওতায় কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ প্রকল্পের সহায়তায় ওই কর্মসূচি উদ্বোধন করা হয়।
শহরের অফিসার্স কলোনী আউট হাউজ ক্যাম্পে ওই কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াসমিন পারভীন, ব্র্যাকের সেন্টার ম্যানেজার মো: আকতার হোসেন,প্রোগ্রাম অর্গানাইজার মো. আনিছুর রহমান, সাংবাদিক সৈয়দা রুখসানা জামান শানু, সমাজসেবক মীর আনোয়ার আলী মবুলসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,সৈয়দপুর শহর হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকা। পৌরসভার ৩৪.৪২ বর্গকিলোমিটার এলাকায় রয়েছে অবাঙ্গালীদের (উর্দূভাষী) ২২টি ক্যাম্প। এ সব ক্যাম্পের ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। এসব ক্যাম্প এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে। ফলে সৈয়দপুর পৌরসভা একক প্রতিষ্ঠানের পক্ষে ফগার মেশিন চালিয়ে গোটা পৌরসভা এলাকা মশা নিধন করা একেবারে দুরূহ হয়ে পড়েছে। এমতাবস্থায় সৈয়দপুর পৌরসভার সঙ্গে সঙ্গে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) প্রকল্পের আওতায় কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ প্রকল্পের সহায়তায় মশা নিধন কর্মসূচি শুরু করা হয়েছে।