খবর৭১ঃ মহামারি করোনার প্রকোপ ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ থাকলেও ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন চলবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মুহাম্মদ রেজাউল ইসলাম জানান, সরকার ঘোষিত প্রজ্ঞাপনে ব্যাংকিং সেবা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংক খোলা রাখায় খোলা থাকবে পুঁজিবাজারও।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংক হলিডে এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এছাড়া লকডাউন চলাকালে রবিবারও বন্ধ থাকবে ব্যাংক। একারণে টানা চার দিন দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।