ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যুতে রেকর্ড, একদিনে ৮ জনের মৃত্যু !

0
216

সোহেল পারভেজ, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত অবস্থায় একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এটিই ছিলো জেলার একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে গত ২৬ জুন একদিনে সর্বেচ্চ ৫ জনের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৩১৮৭ জন, আক্রান্তদের মধে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ১৭৯৫ জন আর এ পর্যন্ত মৃত্যু বরণ করল ৮১ জন।

আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন একজন, বালিয়াডাঙ্গীতে ২জন, পীরগঞ্জে একজন, রাণীশংকৈলে ৩জন ও হরিপুরে একজন।

নতুন শনাক্ত ১০৩ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৫৭ জন, বালিয়াডাঙ্গীতে ৯ জন, পীরগঞ্জে ১৪ জন, রাণীশংকৈলে ১৯ জন ও হরিপুরে ৪ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসায় থেকে যারা চিকিৎসা নিচ্চিছিলেন তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন।

এছাড়া করোনার বিস্তার রোধে জেলাবাসিকে সরকারি নির্শেনা পালনসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

সোহেল পারভেজ
ঠাকুরগাঁও।
01788211895

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here