মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে মগড়া নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর রবিন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধারের বিষয়টি মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির নিশ্চিত করেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বাড়ির পেছনের মগড়া নদীর তীরে গর্ত থেকে তার মৃত দেহ উদ্ধার করে।
রবিন সোমবার দুপুরে নিজ বাড়ির পেছনে মগড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। সে উপজেলার মদন সদর
ইউনিয়নের পরশখিলা গ্রামের তাজ্জুত মিয়ার ছেলে ও মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের টিমলিডার মোঃ কামরুজ্জামান জানান, গতকাল বিকাল ৬টা থেকে উদ্ধার তৎপরতা চালাই। সোমবার সন্ধ্যা সড়ে সাতটার দিকে অন্ধকার থাকায় উদ্ধার অভিযান স্থগিত করি। আজ মঙ্গলবার সকাল নয় ঘটিকার সময় আবারো অভিযান চালালে সাড়ে নয়টার দিকে তার লাশ মগড়া নদীর একটি গর্ত থেকে উদ্ধার করা হয়।
ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার জানান, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ইউএনও বুলবুল আহমেদ জানান, লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে। পরবর্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।