তালায় খাসজমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
298

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি তালা শিশুতীর্থ স্কুলে ইউনিয়ন পরিষদ প্রতিনিধি বর্গের সাথে খাসজমি ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ এর ‘আমার’ আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জমাদ্দার। আমার প্রকল্পের এমএন্ডই অফিসার মোঃ মুস্তাফিজুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। উত্তরণ আমার প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ মেসবাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় তালা ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য-সদস্যাবৃন্দরা অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় ‘আমার’ প্রকল্পের পরিচিতিসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও অর্থনৈতিক উন্নয়নে খাসজমি/জলমহল ভূমিহীনদের মধ্যে বিতরণের লক্ষ্য ও উদ্দেশ্য, ভূমিহীন চিহ্নিতকরণ ও সনদপত্র প্রদান, উপজেলা কৃষি খাসজমি বন্দোবস্ত কমিটির কার্যপরিধি এবং ভূমিহীনদের খাসজমি প্রাপ্তিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here