খবর ৭১: আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে প্রায় এক সপ্তাহেও বাহরাইন প্রবাসীদের এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এনওসির দাবিতে পল্টনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করার চেষ্টা করেন ৪০-৫০ জন বাহরাইন প্রবাসী। তবে পুলিশি বাধায় তারা বিক্ষোভ করতে পারেননি।
কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী ওমর ফারুক বলেন, ‘দীর্ঘদিন ধরে একটা এনওসির জন্য আমরা ঘুরছি। আমাদের অনেকের ভিসার মেয়াদ শেষের পথে, টিকিটের মেয়াদ শেষের পথে। আমরা দ্রুত এনওসি চাই।’
তিনি বলেন, ‘এনওসি পেপার না হলে আমরা এয়ারপোর্ট পার হতে পারবো না। দিবো, দিচ্ছি বলে আমাদের ঘোরাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’
ওমর ফারুক আরও বলেন, ‘পুলিশ আমাদের আশ্বস্ত করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে তাদের দ্রুতই এনওসি দেয়া হবে।’