জবি প্রতিনিধি: চলমান কোপা আমেরিকা ও আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগের ব্রাজিল সমর্থকগোষ্ঠীর নতুন কমিটি ঘােষনা করা হয়েছে।
বুধবার (২৩ জুন) ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হাসান উদয়কে সভাপতি ও একই ব্যাচের রাসেল পারভেজ রনিকে সাধারণ সম্পাদক করে এই কমিটি দেওয়া হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন ১৩ তম ব্যাচের শিক্ষার্থী, সুবর্ণ আসসাইফ, ফাহিম আহম্মেদ, অর্পন সাহা, রাকিব রহমান, তুর্য দেব নাথ, তাসবীন মাহমুদ, সেতু রায়, তামান্না হক জেমী।
যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে আছেন ১৩ তম ব্যাচের আশিকুর রহমান, রায়হান শ্রাবণ, রাকিবুল হৃদয়, ফুটন্ত চাকমা, জুলিয়া পপি, সােহানা আক্তার, তাহা সালমান।
সাংগঠনিক সম্পাদক ১৪ তম ব্যাচের মেহেরাবুল ইসলাম সৌদিপ, অমিত পাল, কৌশিক সাহা, তােহানুল হক তােহা, নাঈম আহম্মেদ। প্রচার সম্পাদক শাহাদাত হােসেন মেহেদী, উপ – প্রচার সম্পাদক আল – রাফি সাকিব, দপ্তর সম্পাদক আবির, ব্রাজিল ফুটবল ইতিহাস সম্পাদক এস এম নাদিম, ছাত্রী সাপাের্টার সমন্বয়ক ফাউজিয়া আফিয়া জিনিয়া, চোরা কারবারি অনুসন্ধান সম্পাদক আসাদুজ্জামন সিফাত, প্রতি পক্ষের চাপাদমন বিষয়ক সম্পাদক তানিম এইচ নাবিল, নারীভক্ত নিয়ন্ত্রক সম্পাদক রিফাত চৌধুরী সজল, মেসি একা কি করবে বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল, মেসির হাতে কাপ বিষয়ক সম্পাদক তানিসা রহমান, রেফারীর দোষ বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, প্রতিপক্ষের কান্না থামানাে ও টিস্যু বিতরণ সম্পাদক মাসিয়াত ইবনাত, অনুপ্রবেশকারীর প্রতিরােধ সম্পাদক ইখতিয়ার হােসেন।
উপদেষ্টামন্ডলী ১০ম ব্যাচের তাহমিদ সুজা, তােফায়েল আহমেদ তুষার, আল – নাফিস, সাইফুল ইসলাম, রাজিব চৌধুরী, মেহেদী হাসান রুদ্র, ফাইজা।
পরামর্শদাতা প্যানেলে আছেন, শেখ রাকিবুল হাসান রবিন, আর এস জারিফ, মেহেদী হাসান অভি, সাইদুল ইসলাম রাব্বি, সবুজ হাসান নিরব।
সার্বিক তত্বাবধানে রয়েছেন মাহবুবুর রহমান পারভেজ, রাতুল শাহরিয়ার খান, রহিমুল ইসলাম সিহাব, শাহরিয়ার সৈকত, মােঃ জুয়েল, নাঈমুর রহমান, আহম্মেদ রিমন, মােঃ রায়হান।