বাংলাদেশ জুয়েলার্স সমিতি সৈয়দপুর জেলা শাখার নির্বাচনে হানিফ সভাপতি ও ওবায়দুল সম্পাদক নির্বাচিত

0
294

মিজানুর রহমান মিলন সৈয়দপুর থেকে : বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সৈয়দপুর শহরের শেরে- বাংলা সড়কস্থ চায়না প্লাজায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলা এ নির্বাচনে সংগঠনটির ৭টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির সহ সভাপতি,সহ সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা এরআগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে দপ্তর ও প্রচার সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে কমিটির সিদ্ধান্তে পদ পূরণ করা হবে। গতকালের নির্বাচনে সংগঠনের ১৪০ জন সদস্যের মধ্যে ১৩৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মে. হানিফ (মৌ- -জুয়েলার্স)। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সৌরভ জুয়েলার্সের মো. ফজলুল হক ভুট্টু। তিনি ভোট পেয়েছেন ৫৪ টি। সাধারণ সম্পাদক পদে মো. ওবায়দুল ইসলাম (উর্মি জুয়েলার্স) ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নাদিম জুয়েলার্সের মো.নাদিম পান মাত্র ৩১ ভোট। এরআগে সহ সভাপতি মো. আনারুল হক (মিলন জুয়েলার্স) সহ সাধারণ সম্পাদক মো. হাসান আলী সরকার(হিমু জুয়েলার্স) ও কোষাধ্যক্ষ পদে মো. শাহাদাত হোসেন বাদশা (বাদশা জুয়েলারী স্টোর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকালের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এ্যাড. এস.এম ওবায়দুর রহমান। সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান খান ও তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জয়দেব কুমার জয়। এদিকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সকল সদস্য নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়েছেন বিজয়ীরা। বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মো. হানিফ এবং ওবায়দুল ইসলাম জানান, তাদের সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সকলকে সাথে নিয়ে কাজ করে যাবেন। এজন তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here