পাইকগাছার যাতায়াতের পথ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে দু’শতাধিক পরিবার

0
273

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার দেবদুয়ার হাজরা পাড়া এলাকার পানি সরানোর পথ বন্ধ করে দেওয়ায় তলিয়ে গেছে যাতায়াতের পথ। ফলে যাতায়াত নিয়ে চরম দূর্ভোগে পড়েছেন দু’শতাধিক পরিবার। প্রতিকার পেতে ভুক্তভোগী এলাকাবাসি উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী শুক্রবার বিকালে সরেজমিন গিয়ে একদিনের মধ্যে পানি সরানোর জন্য স্থানীয় ইউপি সদস্য সহ সংশ্লিষ্ট পরিবারকে কঠোর নির্দেশনা দিয়েছেন। ভুক্তভোগী সুজিত হাজরা জানান, আমাদের এই পাড়ার পানি তিনটি স্থান দিয়ে সরে যেত। বিশেষ করে সঞ্জয় দাস ও অমর দাসের বাড়ির ভিতর দিয়ে, দিলিপ দাসের বাড়ির পিছন দিয়ে ও বিপ্লব এবং সান্তুনা হাজরার পুরাতন পুকুর হয়ে এলাকার পানি নিষ্কাসন হতো। কিন্তু ওই যায়গায় প্রতিবেশিরা মাটি দিয়ে ভারাট করায় গত বছর থেকে পানি সরানোর পথ বন্ধ হয়ে গেছে। ওই সব জায়গায় এ বছর নতুন করে মাটি দিয়ে উচু করায় গত কয়েক দিনের বর্ষনে যাতায়াতের পথে হাঁটু পানি জমে রয়েছে। এ ব্যাপারে আমরা ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করি। যার প্রেক্ষিতে শুক্রবার বিকালে ভারী বর্ষনের মধ্যে ইউএনও খালিদ হোসেন সরেজমিন এসে এলাকার মানুষের দুর্ভোগ দেখে তাৎক্ষনিকভাবে স্থানীয় ইউপি সদস্য সহ সংশ্লিষ্ট পরিবারকে একদিনের মধ্যে পানি সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here