খবর ৭১: শোনা যাচ্ছে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি ফরম্যাট খেলতে চান না মুশফিকুর রহিম। এই ফরম্যাটে না খেলার জন্য ছুটি চেয়েছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন, এখনো কোনও ক্রিকেটারের কাছ থেকে ছুটির আবেদন পাননি তারা। তবে কেউ আবেদন করলে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য প্রাধান্য দিতে সেটি ভেবে দেখবে বোর্ড।
আজ (বৃহস্পতিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘ওর সাথে আলাপ আলোচনা আছে। আলোচনা বলতে এটা সত্যি কি না, যদি খেলতে না চায় কী কারণ এসব আলাপ আলোচনা করে ব্যাপারটা দেখব। আগেও বলেছি এখনও বলছি- এখন যে পরিস্থিতিতে আমাদের খেলোয়াড়রা খেলছে এটা আসলে শারীরিকভাবে ও মানসিকভাবে অনেক ধকলের। সবকিছু বিবেচনা করে আমরা দেখব, জোর করে খেলানো ঠিক হবে না।’
সঙ্গে যোগ করেন আকরাম, ‘আবেদন করলে অবশ্যই ইতিবাচকভাবে নিব। আগেই বোর্ড সভাপতি বলেছেন, যার যা আগ্রহ আছে তাতে সাপোর্ট করছি। কারণ কী সেটা দেখার বিষয়। এর ওপর অনেক কিছু নির্ভর করছে।’