সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার (জোতদারপাড়া) বীরমুক্তিযোদ্ধা ওসমান গণী ওরফে কালঠু গতকাল সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস্ রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ গতকাল সোমবার বাদ আছর লক্ষনপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে বীর মুক্তিযোদ্ধা ওসমান গণী কাল্ঠুর কফিন সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছ্বাদিত করে দেয়া হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম বীরমুক্তিযোদ্ধার কফিনে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে একইভাবে প্রথমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে সাংগঠনিক পতাকা দিয়ে আচ্ছ্বাদিত করে দেয়া হয় এবং কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শেষে নীলফামারী জেলা পুলিশের একটি সুসজ্জিত গার্ড অব অনার দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উপস্থিত ছিলেন। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী, ওয়ার্ড সদস্য মো. লুৎফর রহমান খান ও মো. আনিছুল ইসলাম, বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মো. শাহাজাদা সরকার ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. মেহেদী হাসান সুরোজ মন্ডল প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।