রুমি নোমান, ইবি প্রতিনির্ধি:
২০০৫ সালে একযোগে দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। । বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় ও দলীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্টে বিএনপি ও জামায়াতের যোগসাজসে সারা দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল। বর্বরোচিত এই হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সালাউদ্দীন আহম্মেদ সজল, রিজভী আহমেদ পাপন, শাহানুর আলম শামীম, আব্দুল্লাহ আল মামুন, নুর আলম, কামরুজ্জামান সাগর, মঞ্জুর হাসান, আরাফাত, রুবেল হোসেন প্রমুখ ।
ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে ছড়িয়ে দেওয়ার জন্যই বিএনপি ও জামাতের যোগসাজশে প্রায় আধাঘন্টার ব্যবধানে ২০০৫ সালে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ ঘোষিত জেএমবি। কিন্তু বর্তমান সরকার সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সন্ত্রাস ও জঙ্গিদের নির্মূল করে দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে’।