খবর ৭১: নিউজিল্যান্ডে র্যাফিডোসফোরা টেট্রাসপারমা নামের একটি গাছ বিক্রি হয়েছে ১৯ হাজার ২৯৭ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ১৬ লাখ ৪০ হাজার টাকা।
গাছটি সাধারণত ঘরে সৌন্দর্য বাড়ানোর জন্য রাখা হয়। গাছটির বিশেষত্ব হলো এ তার পাতা। দেখে মনে হয়, কেউ পাতাগুলো কেটে ফেলেছে। পাতার রঙও রয়েছে কয়েক ধরনের। তাছাড়া বিচিত্র রঙের পাতাওয়ালা র্যাফিডোসফোরা টেট্রাসপারমার সচরাচর দেখাও মিলে না।
রোববার (১৩ জুন) নিলামের মাধ্যমে সর্বোচ্চ দামে গাছটি বিক্রি হয়েছে। গাছটি অনলাইনে এক হাজার ৬০০ জনের পছন্দের তালিকায় ছিল। নিলামের শেষ মুহূর্তের সেটির দাম হু হু করে বেড়ে যায়।
থাইল্যান্ড ও মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে ঘরে রাখার এ গাছটির দেখা মেলে। গাছটি বিশ্বজুড়েই অমূল্য। সূত্র: সিএনএন।