সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে নার্গিস বেগম (২৫) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।শুক্রবার দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর জিয়ার বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এ বৃষ্টির কারণে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উল্লিখিত এলাকার আব্দুল বাকীর বাড়ির বারান্দায় থাকা বিদ্যূতের সুইচবোর্ডে পানি ঢুকে তা পুরো বারান্দা বিদ্যূতায়িত হয়ে পড়ে। এ সময় গৃহকর্তা আব্দুল বাকীর স্ত্রী দুই সন্তানের জননী নার্গিস বেগম বাড়ির টিনের বারান্দার হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পেয়ে তাকে দ্রæত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশটি সৈয়দপুর থানায় নিয়ে আসেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতাউর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।