খবর ৭১: সীমান্তবর্তী উপজেলাগুলো করোনা সংক্রমণ বাড়ায় সরকার ইতোমধ্যে স্থানীয়ভাবে লকডাউন দিয়েছে। সেসব জেলার শতাধিক ইউপিতে ভোটের তফসিল দিয়েছে ইসি।
তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসন ও চারটি ইউপিতে ১৪ জুলাই ভোট হওয়ার কথা। লক্ষ্মীপুর-২ শূন্য আসন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ২৬৭টি ইউনিয়ন পরিষদের ভোট হওয়ার কথা ২১ জুন।
এ নির্বাচনগুলো ১১ এপ্রিল হওয়ার কথা ছিল। ভোটের ১০ দিন আগে করোনা প্রকোপ দেখা দেওয়ায় নির্বাচন স্থগিত করেছিল ইসি। করোনা সংক্রমণের হার দশ শতাংশের মধ্যেই গত ২ জুন পুনরায় নির্বাচনের তারিখ দেয় ইসি।