১৪ জুলাই অনুষ্ঠেয় উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীতা ঘোষণা

0
490

খবর ৭১:  ১৪ জুলাই অনুষ্ঠেয় ঢাকা-১৪, সিলেট-০৩ এবং কুমিল্লা-০৫ আসনের উপনির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছে জাতীয় পার্টি। আজ বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় পার্টির আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার শেষে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা হচ্ছেন মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪), মোহাম্মদ আতিকুর রহমান (আতিক) সিলেট- ০৩ এবং মোঃ জসিম উদ্দিন (কুমিল্লা-০৫)।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here